শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বেলুন ও পায়রা উড়িয়ে বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সুচনা করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও বান্দরবান রিজিয়নের সহযোগিতায় বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউট প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এসময় সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের কমান্ডার লে.কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, সেনা রিজিয়নের জিএস টু মেজর পারভেজ রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউট এর সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তিকে স্বাগত জানায় আর এই চুক্তির ফলে পার্বত্য এলাকায় শান্তি বিরাজমান রয়েছে বলে মন্তব্য করে সকলকে শান্তি আর সম্প্রীতিতে বসবাস করার আহ্বান জানায়।

এদিকে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূতি উপলক্ষ্যে বান্দরবানের রাজারমাঠ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং বান্দরবান জেলা কমিটির আয়োজনে এক গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বান্দরবানের বিভিন্ন গ্রাম ও পাড়ার আদিবাসী জন্মু জনতার জনগণ উপস্থিত হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বান্দরবান জেলা কমিটির সভাপতি সুমন মারমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক উ উইন মং জলি। এসময় গণসমাবেশ ও আলোচনা সভায় বক্তারা দ্রুত সময়ে এই চুক্তির পূর্ণাঙ্গ ধারা বাস্তবায়নের দাবি জানায়।

বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর অতিবাহিত হলেও পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ ধারা বাস্তবায়িত হয়নি আর এর ফলে আদিবাসী সমাজে হতাশা বিরাজ করছে। এসময় বক্তারা সরকারের কাছে দ্রুত এই চুক্তির সকল ধারা বাস্তবায়নের দাবি জানায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com