মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

বান্দরবানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানে সেনা রিজিয়ন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে বান্দরবান রিজিয়ন এর পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ৫ম শ্রেণী থেকে শুরু করে মাষ্টার্স এর শিক্ষার্থীসহ সর্বমোট ৮৯ জন’কে বিনামূল্যে বই বিতরণ করা হয়। বান্দরবান রিজিয়নের জিএসও-২ (ইন্টিলিজেন্স) মেজর পারভেজ রহমান শিক্ষার্থীদের মাঝে এ সকল বই তুলে দেন।

এসময় মেজর পারভেজ বলেন, বাংলাদশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের জনসাধারণের পাশে থেকে সর্বদা সহায়তা প্রদান করে আসছে। আজকের এই বই বিতরণ অনুষ্ঠান তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। শিক্ষা একটি জাতির মেরুদন্ড এই সত্য আমরা সবাই জানি, কিন্তু দুঃখের বিষয়, আমাদের সামনে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা আর্থিক অসক্ষমতার করণে তাদের প্রতিভা বিকশিত করতে পারে না।

তিনি আরও বলেন, দারিদ্র কোন বাধা নয়, বরং এটি একটি প্রেরণার উৎস। অধ্যাবসায়, সততা এবং পরিশ্রমের মাধ্যমে তোমরা তোমাদের সপ্ন পূরণ করতে পারবে। বাংলাদশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার আলোয় আলোকিত করার জন্য সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সেনারিজিয়নের পক্ষ থেকে এই ধরণের মানবিক কর্মকান্ড আয়োজনকে সাধুবাদ জানায় শিক্ষার্থী ও অভিভাবকেরা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com