মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (২ নভেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একইস্থানে গিয়ে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, সদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনিসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।