রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: পার্বত্য জেলা বান্দরবানে আজ রোববার (৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব প্রবারণা পূর্ণিমা। তিন দিনব্যাপী এই উৎসব উদযাপন উপলক্ষে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন।
ফানুস উড়ানো, পিঠা তৈরি, রথ টানা ও প্রদীপ প্রজ্জলনসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি পালিত হবে। পাহাড়ে ইতোমধ্যেই সাজ-সজ্জা এবং উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
প্রবারণা পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমার পর বৌদ্ধ ধর্মালম্বীদের ত্রিমাসিক বর্ষাবাসের পর অনুষ্ঠিত হয়। বৌদ্ধ ধর্মানুসারীদের বিশ্বাস, এই দিন রাজকুমার সিদ্ধার্থের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ ও ধর্মচক্র প্রবর্তন সংঘটিত হয়েছিল। তাই প্রতিটি বৌদ্ধ ধর্মালম্বীর কাছে এটি অত্যন্ত স্মরণীয় দিন।
উৎসব উপলক্ষে পাড়ায় পাড়ায় চলছে রঙিন ফানুস বানানো ও রথ তৈরির কাজ। মারমা তরুণ-তরুণীরা দলবেঁধে ফানুস তৈরি করছে, বিহারগুলোতে পরিস্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ চলছে। উৎসবের দিন সকালে বৌদ্ধ ধর্মগুরুদের কাছে চোয়াইং দান (ভান্তেদের খাবার পরিবেশন) করা হবে। এছাড়া সকালে সমবেত প্রার্থনা ও সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ধর্মানুসারীরা।
উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা জানান, ইতোমধ্যে রথ তৈরি হয়ে গেছে, শুধু রঙ দেয়ার কাজ বাকি। ফানুসও প্রস্তুত। সব মিলিয়ে উৎসব উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, বান্দরবানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় উৎসব ঝাকঝমকভাবে পালন করা হবে।
বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার জানান, প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। তিনি আশা প্রকাশ করেন, ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হবে।
উল্লেখ্য, ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বান্দরবানে অনুষ্ঠিত হবে প্রবারণা পূর্ণিমা।