মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

বাঘায় মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ করেণ পানি সম্পদ মন্ত্রালয়ের সিনিয়র সচিব

বাঘা (রাজশাহী) প্রতিনিধি::

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলার মিরগঞ্জ বিওপি ক্যাম্প সংলগ্ন পদ্মার বাঁধ প্রকল্প এলাকায় বৃক্ষ রোপন করেন পানি সম্পদ মন্ত্রালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো),রাজশাহীর আয়োজনে সহধর্মিনীকে সাথে নিয়ে বৃক্ষরোপন করেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। উপস্থিত ছিলেন,ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আতিকুল হক, রাজশাহীর উত্তর-পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী (বাপাউবো), একেএম সফিকুল ইসলাম, তথ্যবধায়ক প্রকৌশলী (বাপাউবো), মোখলেচুর রহমান, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা, নির্বাহি প্রকৌশলী (বাপাউবো), আবু রায়হান, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুর ইসলাম সরকার (মেরাজ) প্রমুখ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো), রাজশাহীর শাখা কর্মকর্তা মাহবুব রাসেল জানান, মিরগঞ্জে বৃক্ষ রোপন শেষে, চারঘাট উপজেলায়, রাজশাহী ক্যাডেট কলেজ সংলগ্ন পদ্মার বাঁধ প্রকল্প এলাকায় বৃক্ষ রোপন করেন। এর আগে সার্কিট হাউজ ও টি বাঁধ এলাকায় বৃক্ষ রোপন করেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com