বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি::
সূর্যের দেখা মিলেনি সারাদিন। আকাশে ছিল কালো মেঘের ঘনঘটা। কালো মেঘ, সাদা মেঘ এমনকি ঘোলাটে মেঘেও গুড়ি বৃষ্টি, ইলশে বৃষ্টি, মাঝারি ও ভারি বৃষ্টি বাঁধ সাধতে পারেনি প্রচারণায়। আশ্বিনের এই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। উপজেলার চার ইউনিয়নে অনুষ্ঠিতব্য ভোটের মাঠ দখলে রাখতেই প্রার্থীদের বিরামহীন প্রচারনায় ভোটের মাঠ ছিল সরগরম।
প্রার্থীদের জমজমাট প্রচারণার মধ্য দিয়ে চলেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের পক্ষে ভোট আনতে ব্যস্ত থেকেছেন চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারন সদস্য প্রার্থীরা। বৃষ্টিতে ভিজেই কর্মী-সমর্থকরা ইউনিয়নের মহল্লার সড়ক গুলোতে মিছিল ও শোডাউন করে প্রার্থীদের শক্তিমত্তার জানান দিয়েছেন। নির্বাচনী চাঙ্গাভাবকে আরও বেশি বেগবান করেছে প্রার্থীদের প্রচারণায়।
বুধবার সকাল থেকেই ওয়ার্ড মহল্লায় খন্ড খন্ড মিছিল ও শো-ডাউন করেছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। দুপুরের পর উপজেলার চার ইউনিয়ন জুড়ে শুরু হয় প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে মাইকিং। আওয়ামী লীগ ও বিএনপি দলীয় প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তাদের প্রতীকে ভোট প্রার্থনা করে প্রচারণা চালানো হয়। উঠান বৈঠকের পাশাপশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালান কর্মী-সমর্থকরা। বৃষ্টি উপেক্ষা করে নবীন প্রবীন প্রার্থীদের নির্বাচনী প্রচারনায় ভোটের মাঠ হয়ে উঠে সরগরম। প্রথমবারের মতো বাজুবাঘা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের আ’লীগ সভাপতি ফজলুর রহমান (নৌকা), বিএনপির আরেক নবীন প্রার্থী এ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রনজু (আনারস)। এই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম (ঘোড়া), হাসমত আলী (টেবিলফ্যান), জিয়াউর রহমান (ঢোল), সাহার আলী (মোটরসাইকেল), আসলাম মালিথা (টেলিফোন), আসাদুজ্জামান (রজনীগন্ধা)। তবে ওইসব প্রার্থীকে পাত্তা দিচ্ছেনা আ’লীগ ও বিএনপির নবীন দুই প্রার্থী।
গড়গড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন,আ.লীগের রবিউল ইসলাম রবি (নৌকা), বিএনপির প্রার্থী মাসুদ করিম টিপু (টেবিলফ্যান), স্বতন্ত্র প্রার্থী জুলফিকার আলী (ঘোড়া), আবদুল্লা আল মাহমুদ (আনারস), জাহিদুল ইসলাম স্বপন (চশমা), আবুল কালাম আজাদ (মোটরসাইকেল)। পাকুড়িয়া ইউনিয়নে আ.লীগের প্রার্থী হয়েছেন জেলা ছাত্র লীগের সাধঅরন সম্পাদক মেরাজুল ইসলাম সরকার (নৌকা), বিএনপির প্রার্থী ফকরুল হাসান বাবলু (আনারস)। মনিগ্রাম ইউনিয়নে- আ. লীগের সাইফুল ইসলাম নৌকা) বিএনপি’র মাজিবর রহমান জুয়েল(আনারস)। চার ইউনিয়নে সংরক্ষিত আসনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩জন ও সাধারণ সদস্য পদে ১৭০ জন। উপজেলার ৪ ইউনিয়ন- বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া, ও মনিগ্রাম ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর।