বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় তুচ্ছ ঘটনায় ৩ নারীসহ ৭জন আহত হয়েছে। উপজেলার চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর গ্রামে দুই ভাইয়ের স্ত্রীর দ্বন্দ্বের জের ধরে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- সাইফুল বিশ্বাস, স্ত্রী আসমা বেগম, মা সায়েরা বেগম, ভাই সাইদুর বিশ্বাস, ছেলে তুষার বিশ্বাস, মান্নান মন্ডলের স্ত্রী রাহিমন ও প্রতিপক্ষ খোয়াজ শিকদারের ছেলে শাহিন শিকদার। এর মধ্যে সাইফুল বিশ্বাস ও তার মা সাযেরা বেগমকে বাঘা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর ওই গ্রামের মহসীন শিকদার, রবিউল শিকদার, শাহিন শিকদার ও রায়হান শিকদার সহ প্রায় ১০/১২ জন লোক লাঠি হাসুয়া নিয়ে জমির বিশ্বাসের ছেলে সাইফুল বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে আহত করে। এ সময় আহত হয় প্রতিপক্ষ শাহিন শিকদার। তাদের উদ্ধার করে বাঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার আগে দুপুরের দিকে দুই জা অর্থাৎ সাইফুল বিশ্বাসের স্ত্রী আসমার সাথে সাইফুলের ভাই মজিবর বিশ্বাসের স্ত্রী লাকির সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাঁধে। পরে লাকির পক্ষ নিয়ে সাইফুলের বাড়িতে হামলা চালানো হয়। সাইফুলের দাবি হামলার সময় স্ত্রীর কাছে থাকা ১ ভরি ওজনের সোনার চেইন ও তার কাছে থাকা ১ লক্ষ টাকা কেড়ে নিয়েছে প্রতিপক্ষ লোকজন।
তবে চেইন ও টাকা নেওয়ার কথা অস্বীকার করে প্রতিপক্ষ মহসীন শিকদার বলেন, মজিবরের স্ত্রী লাকি তাদের আত্মীয়। তাকে মারধর করায় তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে অপর পক্ষের লোকজন তাদের ওপর চড়াও হলে ঘটনার সুত্রপাত হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী বলেন, বিষয়টি জানার পর হাসপাতালে গিয়ে আহতদের দেখেছি। এ বিষয়ে উভয় পক্ষই অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।