বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি::
সাফল্যের অগ্রযাত্রার ধারাবাহিকতায় গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে রাজশাহীর বাঘায় পূবালী ব্যাংক লিমিটেডের ৪৮১তম শাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর)) বাঘা পুরাতন বাস ষ্ট্যান্ড এলাকার বঙ্গবন্ধু মোড়ে পূবালী ব্যাংক লিমিটেড বাঘা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
এর উদ্বোধন করেন পূবালী ব্যাংকের উপ-মহব্যবস্থাপক, রাজশাহী অঞ্চল প্রধান আবু লাইছ মো. শামসুজ্জামান। ব্যাংকের বাঘা শাখার ব্যবস্থাপক মো. মতিউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া শাখা ব্যবস্থাপক তানভীর শামস চৌধুরী, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরকার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী, বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, সাধারন সম্পাদক মামুন হোসেন, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা সাইফুল ইসলাম, কামাল হোসেন, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী ও সুধীজন।