সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

বাঘায় পদ্মায় নৌকা ডুবে একজন নিখোঁজ!

বাঘা (রাজশাহী) প্রতিনিধি॥ রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ডুঙ্গা নৌকা (টিনের তৈরী ছোট) ডুবে একজন নিখোঁজ হয়েছে। ভাঙনের কবলে পড়ে নদী পথে ডুঙ্গায় বাড়ির আসবাবপত্র অন্যত্র নিয়ে যাওয়ার সময় উপজেলার চকরাজাপুর এলাকার পদ্মায় ডুঙ্গা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ বারিক খাঁ (৫০) উপজেলার চকরাজাপুর গ্রামের মৃত ওয়াহেদ খাঁর ছেলে।

চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম জানান, ভাঙনের কবলে পড়ে বারিক খাঁ’র বসতভিটা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ডুঙ্গাযোগে বাড়ির আসবাবপত্র অন্যত্র নিয়ে যাচ্ছিলেন বারিক খাঁ ও প্রতিবেশি কামরুল শেখ। এসময় স্রোতে পড়ে ডুঙ্গাটি ডুবে যায়। সঙ্গীয় কামরুল শেখ সাঁতরে কিনারা পেলেও নিখোঁজ হয় বারিক খাঁ।

উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা জানান, নিখোঁজের বিষয়টি শুনেছেন। তাকে উদ্ধারের ব্যবস্থা নিচ্ছেন। বুধবার (২৯-৮-১৮) দুপুরে রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com