সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

বাঘায় নিখোঁজ স্বজনের শোকে পরিবারের আহাজারি!

বাঘা (রাজশাহী) প্রতিনিধি॥ ঘটনার আকস্মিকতা স্তম্ভিত করে দিয়েছে গোটা পরিবারকে। স্বজনের শোকে কাঁদছে পরিবার। নিখোঁজ স্বজনের বাড়িতে না ফেরা দেখে পরিবারের এই আহাজারি। স্বজনদের কাতর করে তুলেছে নিখোঁজের শেষ স্মৃতি। শেষ কথাটাই বারবার উঠে আসছে প্রত্যেকের আহাজারিতে। তবুও বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন নিখোঁজের পরিবার। তার সন্ধান না পেয়ে মানষিকভাবে ভেঙ্গে পড়েছেন স্বজনরা।

পরিবার থেকে জানানো হয়, তার গায়ের রঙ কালো। হাফহাতা শার্ট ও লুঙ্গি পরে বাড়ি থেকে বের হয়েছেন। তার বাম হাত ভাঙ্গা আছে। বয়স ৫০ বছর। নিখোঁজ সাজদার রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের বাসিন্দা। তার সন্ধান পেলে এই মোবাইল ফোন নম্বর- ০১৭২২-৭৩১৬৩৫, এ জানানোর অনুরোধ করেছেন পরিবার।

শুক্রবার (৩১-৮-১৮) দুপুরে আলাপকালে সাজদারের ছোট ছেলে শফিকুল ইসলাম জানান, গত ২৭ আগষ্ট সোমবার সকালে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। দুপুরে বাড়িতে ফিরে খাওয়ার কথা ছিল তার। কিন্তু রাতেও বাড়ি ফিরেনি। এর পর থেকে নিকট আত্মীয়সহ বিভিন্নভাবে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাননি। বাঘা থানায় সাধারন ডায়রি করেছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com