মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

বাঘায় করেনায় আক্রান্ত মুক্তিযোদ্ধার মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি::

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আলীম উদ্দীন (৭০) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধার আলীম উদ্দীন।

তার নাতি মাসুম হোসেন জানান, করোনার উপসর্গ নিয়ে গত ১১ আগস্ট মুক্তিযোদ্ধা আবদুল আলীম উদ্দীনকে ভর্তি করা হয়। এরপর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার সেখানেই তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, মুক্তিযোদ্ধা আলীম উদ্দীনের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তাদের স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের ব্যবস্থা করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com