রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দুই ঘণ্টা ধরে চলা দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানা গেছে।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের জন্য রাজধানীর সোনারগাঁও হোটেলে পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
তৌহিদ-দারের এ বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি সহ নানাপর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনা হয়েছে বলে জানা গেছে।