মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

বাংলাদেশে বিমান দুর্ঘটনায় মালদ্বীপ প্রেসিডেন্টের শোক প্রকাশ

বাংলাদেশে বিমান দুর্ঘটনায় মালদ্বীপ প্রেসিডেন্টের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহামেদ মুইজ্জু।

গতকাল সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এ সমবেদনা জানান তিনি।

এতে উল্লেখ করা হয়, রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ও তার সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি, যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে আমাদের আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা এই ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারবর্গের প্রতি।

উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com