বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
তুহিন আহামেদ, সাভার প্রতিনিধি:: ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেছেন, বাংলাদেশে আর কোন স্বৈরশাসকের জন্ম হতে দেয়া হবে না। আমরা জীবনের মায়া ত্যাগ করে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দরা জুলাই-আগস্টে রাজপথে ছিলাম। ওই সময়ে আমরা একটি প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছিলাম। স্বৈরাচার হাসিনাকে হটানোর জন্য আহ্বান করেছিলাম।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় সাভারের মামুন কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ওই সময়ে যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের পাশে থাকতে হবে। বর্তমান সরকারের কাছে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া প্রত্যেক শহীদদের নামে যেন স্তম্ভ করা হয়।
তিনি আরও বলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদল জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। জনাব তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে ছিলাম। ছাত্রদলের প্রত্যেকে ছাত্র-জনতার সাথে আন্দোলনে যোগ দিতে। আমরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেছেন, বাংলাদেশে আর কোন স্বৈরশাসকের জন্ম হতে দেয়া হবে না।
স্মরণ সভায় এসময় গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন এবং স্মৃতিচারণ করেন। সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারন সম্পাদক মাহফুজ ইকবাল, সিনিয়র সহ-সভাপতি ইসমাঈল হোসেন সুমন, যুগ্ম-সম্পাদক সুজন সিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ প্রমূখ সহ সাভার, আশুলিয়া ও ধামরাই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।