মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নড়াইলে বিভিন্ন অনুষ্ঠান

নড়াইল প্রতিনিধি:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে নড়াইলে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে এ উপলক্ষে নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা এবং “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” সম্পর্কিত চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এছাড়াও বিভিন্ন মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনাসহ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গাফফার, পরিচালক ডাঃ আসাদ উজ জামান মুন্সি, ভারপ্রাপ্ত আরএমও ডাঃ সুজল বকশিসহ হাসাতালের ডাক্তার, নার্সসহ অনেকে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাক-শিক্ষার্থীসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com