বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। নিহতদের মধ্যে ছয়জন ছিলেন একটি সামরিক হেলিকপ্টারের ক্রু, যা ঘূর্ণিঝড় চলাকালীন বিধ্বস্ত হয়। ঘূর্ণিঝড়টি কেন্দ্রীয় ফিলিপাইনে ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যা সৃষ্টি করেছে।
মঙ্গলবার প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসে অনেক মানুষ ঘরের ছাদে আশ্রয় নিতে বাধ্য হন, রাস্তায় ডুবে যায় শত শত গাড়ি, সেবু দ্বীপের পুরো শহর ও জনপদ পানিতে তলিয়ে যায়।
ফিলিপাইনের সিভিল ডিফেন্স সংস্থার উপপ্রশাসক রাফায়েলিতো আলেহান্দ্রো জানান, নিহতদের মধ্যে ৪৯ জনই সেবু দ্বীপের বাসিন্দা। তিনি স্থানীয় রেডিও ডিজেডএমএম-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রধান শহরগুলোতেই সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায়। এখনো ২৬ জন নিখোঁজ, তবে অধিকাংশ এলাকার পানি নেমে গেছে।
তিনি বলেন, আমাদের মূল চ্যালেঞ্জ এখন রাস্তায় জমে থাকা ধ্বংসাবশেষ সরানো।
দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘূর্ণিঝড়টি সোমবার মধ্যরাতের কিছু আগে ফিলিপাইনে আঘাত হানে। এর আগে ২৪ ঘণ্টায় সেবু সিটিতে ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা মাসিক গড়ের চেয়েও অনেক বেশি।