শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ৭ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানার ধলার মোড় এলাকার বাসিন্দা ট্রাকচালক নবীন শেখ (২২)। তার বাবার নাম শেখ মজিদ। অপরজন ট্রাকের হেলপার রাশেদ (৩০)। তার বাবার নাম ও ঠিকানা জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্র জানায়, ফরিদপুরগামী `সপ্তবর্ণা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রাশেদ নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ট্রাকচালক নবীন শেখকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত সাতজন বাসযাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, মুখোমুখি সংঘর্ষের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দুজনই ট্রাকে ছিলেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।