বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফায় ইসরায়েল ও হামাস একমত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি এ তথ্য জানান। খবর আল-জাজিরার।
ট্রাম্প লিখেছেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে। দ্রুতই সব জিম্মিকে মুক্ত করা হবে এবং ইসরায়েল তাদের সেনাকে নির্ধারিত সীমা পর্যন্ত সরিয়ে নেবে বলেও তিনি জানান।
এছাড়া, ফক্স নিউজকে ট্রাম্প বলেন, শান্তি চুক্তির প্রথম ধাপ শেষ হলে মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে চলবে এবং গাজা পুনর্নির্মিত হবে।
তিনি আরও যোগ করেন, এটা হবে এক ভিন্ন পৃথিবী। গাজায় বিপুল পরিমাণ সম্পদ ব্যয় করা হবে।
ট্রাম্প বলেন, আমরা বিশ্বাস করি, গাজা আরও নিরাপদ জায়গায় পরিণত হবে। এটি পুনর্গঠিত হবে এবং আশপাশের দেশগুলো, যাদের প্রচুর সম্পদ আছে, তারা গাজা পুনর্নির্মাণে সহায়তা করবে। মার্কিন প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি খুবই আত্মবিশ্বাসী যে মধ্যপ্রাচ্যে এবার শান্তি প্রতিষ্ঠিত হবে।
গত মাসে ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। ইসরায়েল ও হামাস দুই পক্ষই ট্রাম্পের পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।
বুধবার (৮ অক্টোবর) মিসরে তৃতীয় দিনের মতো আলোচনা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করেন। এদিন আলোচনায় যোগ দেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মধ্যস্থতাকারীরা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন।