রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

পাকিস্তান-আফগানিস্তানের বিরোধ খুব দ্রুত সমাধান করবো: ট্রাম্প

মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনে ট্রাম্প। ছবি : এএফপি

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান যখন তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ ‘খুব দ্রুত সমাধান’ করবেন।

রোববার (২৭ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে আয়োজিত থাইল্যান্ড-কাম্বোডিয়া শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘাত নিয়ে তিনি এই মন্তব্য করেন।

সোমবার (২৭ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেন, আমরা এখন প্রতি মাসে একটি করে যুদ্ধের অবসান ঘটাচ্ছি। এখন কেবল একটি বাকি আছে- শুনেছি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। কিন্তু আমি সেটাও খুব দ্রুত মিটিয়ে ফেলব। আমি দুজনকেই চিনি- পাকিস্তানের ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রী দুজনেই দুর্দান্ত মানুষ। আমি নিশ্চিত, খুব তাড়াতাড়ি আমরা এটির সমাধান করবো। এটি কয়েকদিন আগে শুরু হয়েছিল।

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধে নিজের ভূমিকার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি এটা এমন কিছু যা আমি করতে পারি। আমি এটা সুন্দরভাবে করি। আমার মনে হয় এটা করার দরকার নেই। কিন্তু যদি আমি সময় নিয়ে লাখো মানুষের জীবন বাঁচাতে পারি, তাহলে এটা সত্যিই একটা দুর্দান্ত কাজ। এর চেয়ে ভালো কিছু করার কথা আমার মনে নেই।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তার প্রশাসন আট মাসে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছে। ট্রাম্পের ভাষ্য, অন্য অনেক প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করেন, আমি তার উল্টোটা করেছি-যুদ্ধের ইতি টেনেছি। সম্প্রতি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। অক্টোবরের শুরুতে সংঘর্ষে দুই পক্ষের ডজনখানেক মানুষ নিহত হয়, যা ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখলের পর সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে বিবেচিত।

এ নিয়ে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনার পর দুই দেশ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও সংঘর্ষ ঘটনা ঘটছে। শনিবার আফগানিস্তানের সীমান্তের কাছে সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা এবং ২৫ সন্ত্রাসী নিহত হয়েছে। কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের পর উত্তেজনা প্রশমনের জন্য উভয় দেশের প্রতিনিধিরা যখন বৈঠক করেছেন তখন আবার এই সংঘাতের খবর এলো। সংঘাত রোধ করতে উভয় দেশের কর্মকর্তারা রবিবার ইস্তাম্বুলে বৈঠক করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com