বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

পাকিস্তানে সেনা কনভয়ে জঙ্গি হামলায় ১১ সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: আফগান সীমান্তসংলগ্ন কুররাম জেলায় পাকিস্তানের সামরিক বাহিনীর একটি কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে সংঘটিত এ হামলায় পাকিস্তানের অন্তত ১১ সেনা সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন ছিলেন কর্মকর্তা। খবর রয়টার্স’র।

রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণের পর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাকিস্তানের পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা অভিযান চালায়।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অরাকজাই সংলগ্ন জেলায় পরিচালিত অভিযানে ১৯ জন জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এই অভিযানের সময়ই প্রাণ হারান বলে জানানো হয়েছে।

জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, তাদের যোদ্ধারাই কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে ঘন ঘন।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, তেহরিক-ই-তালিবান পাকিস্তান দেশটির সরকার উৎখাত করে কঠোর ইসলামিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে। সেই উদ্দেশ্যে তারা সামরিক ও সরকারি স্থাপনাগুলোর ওপর হামলা জোরদার করেছে।

পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আফগান সীমান্তে জঙ্গি কার্যক্রম দমন না করা গেলে এ ধরনের হামলা আরও বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com