রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

পরিবর্তন আনতে হলে সৎ ও ত্যাগীদের নেতৃত্বে দিতে হবে—দোহারে ব্যারিস্টার নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:: রাজনীতিতে পরিবর্তন আনতে হলে সৎ ও ত্যাগী মানুষের নেতৃত্বের কোনো বিকল্প নেই। মানুষ পরিবর্তন চায়। স্বচ্ছ রাজনীতিবিদ গড়ে না উঠলে সমাজ আরো পিছিয়ে যাবে।

রোববার (৩ আগস্ট) দুপুরে ঢাকার দোহারের বিএনপি নেতা আব্দুল মান্নানের দোয়া মাহফিলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এ কথা বলেন।

দুপুরে ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় দুরুল উলূম কওমি মাদ্রাসায় সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী মরহুম আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় দোহারের দুটি মাদ্রাসায় ৮ শতাধিক ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অপরদিকে, নবাবগঞ্জের কৈলাইলের ৪টি মাদ্রাসায় সহস্রাধিক এতিম ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন মেহনাজ মান্নান।

সভায় বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে ব্যারিস্টার অসীম বলেন, তিনি ছিলেন একজন পরিশ্রমী ও আদর্শ রাজনীতিবিদ। তাঁর রাজনৈতিক জীবন আমাদের জন্য অনুকরণীয়। তিনি কখনো প্রতিহিংসা ও পরশ্রীকাতর রাজনীতি পছন্দ করেননি। দোহার নবাবগঞ্জের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় আজও তিনি অমর।

দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক বোরহান মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রয়াত মান্নানের একমাত্র কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান, গালিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকন্দ, বিএনপি নেতা হানুর রশিদ, সাবেক ছাত্রনেতা আক্তারুজ্জামান সোহেল বেপারী, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মানিক শেখসহ ঢাকা মহানগর ও দোহার নবাবগঞ্জের বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com