বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

পদ্মার ঢাই মাছ বিক্রি হলো ১ লাখ ৪ হাজার টাকা

২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ।

রাজবাড়ী প্রতিনিধি:: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির একটি বিশাল ঢাই মাছ। ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের এই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৪ হাজার টাকায়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে জেলে জীবন হালদার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে গিয়ে চরকর্নেশনা কলাবাগান এলাকায় জালে মাছটি পান। পরে সকালে তার ছেলে মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে নিয়ে আসেন।

উন্মুক্ত নিলামে মাছটি প্রতি কেজি ৪ হাজার ৬০০ টাকা দরে মোট ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। তিনি জানান, ঢাই মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু। তাই এর চাহিদা অনেক বেশি। ইতোমধ্যে বিক্রির জন্য বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ আসছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মার এ ধরনের বড় ঢাই মাছ এখন খুবই বিরল। সাধারণত এত বড় মাছ ধরা পড়ে না। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের মাছের বিশেষ চাহিদা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com