সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু তার মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘণ্টা পরেই পদত্যাগ করেছেন। খবর বিবিসির।

সোমবার (৬ অক্টোবর)) সকালে লেকর্নু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক ঘণ্টা বৈঠক করার পর এলিসি প্রাসাদ এই ঘোষণা দিয়েছে।

মাত্র ২৬ দিন আগে লেকর্নু ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তার আকস্মিক পদত্যাগ ফ্রান্সের রাজনৈতিক সঙ্কটকে আরো জটিল করে তুলেছে।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কয়েক সপ্তাহের পরামর্শের পর, ম্যাখোঁর ঘনিষ্ঠ মিত্র লেকর্নু রবিবার রাতে তার মন্ত্রী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেছিলেন। আজ সোমবার বিকেলে নতুন মন্ত্রীসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু লেকর্নু তার গঠিত মন্ত্রী পরিষদ নিয়ে মিত্র এবং বিরোধী উভয়েরই সমালোচনার মুখে পড়েন। তারা হয় এটিকে খুব বেশি ডানপন্থি অথবা পর্যাপ্ত নয় বলে মনে করেছেন। তাদের অভিযোগ, পূর্ববর্তী ফ্রাঁসোয়া বেয়ারুর সরকারের সঙ্গে লেকর্নুর গঠিত মন্ত্রী পরিষদ মূলত অপরিবর্তিত ছিল। এর জেরে তারা নতুন সরকারকে উৎখাতের হুমকি দেয়।

লেকর্নু সোমবার সকালে প্রেসিডেন্ট ম্যাখোঁর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এলিসি প্রাসাতের এক বিবৃতিতে বলা হয়, সেবাস্তিয়ান লেকর্নু প্রেসিডেন্টর কাছে তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন, তিনি তা গ্রহণ করেছেন।

অতি-ডানপন্থি ন্যাশনাল র‌্যালি তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে আগাম সংসদীয় নির্বাচনের আহ্বান জানিয়েছে।

২০২২ সালে ম্যাখোঁ পুনর্নির্বাচনের পর থেকে ফরাসি রাজনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠেছে। কারণ কোনো দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com