মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

নড়াইল-২ আসনে নির্বাচনী প্রচার প্রচারণায় এগিয়ে আ’লীগ নেতা এ এম আব্দুল্লাহ

নড়াইল প্রতিনিধি:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের (নড়াইল- লোহাগড়া) প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার প্রচরণায় ব্যাস্ত দিন পার করছেন লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ) প্রোকৌশলী (বুয়েট)। নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

বুধবার (১০ মে) বিকালে তারই ধারাবাহিকতায় লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের সিডি বাজারে সকল শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিক প্রচারণা চালান।

এ সময় জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রচারণার সময় উপস্থিত ছিলেন জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুল হক মোল্যা, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম খানসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এছাড়াও লোহাগড়া পূজা উৎযাপন কমিটির সহ-সভাপতি গৌতম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অরূপ চক্রবর্তীসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রচারণাকালে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিগত ১৪ বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com