বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি::
সড়ক নিরাপত্তা আইন-২০১৮ বাস্তবায়নে কার্যক্রম পরিচালনা করেছে নড়াইল জেলা ট্রাফিক পুলিশ।
এ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে নড়াইল চৌরাস্তা এলাকায় কয়েক ঘন্টা অভিযান করে ট্রাফিক ও ডিবি পুলিশের যৌথ টিম। লাইসেন্স ও রেজিষ্ট্রেশন বিহীন, হেলমেট ছাড়া শতাধিক মোটরসাইকেল আটক করে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, সড়ক নিরাপত্তা আইন-২০১৮ পরীক্ষা মূলক বাস্তবায়নে ইতিপূর্বে সচেতন মূলক অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এরপরও সড়কে আইন প্রয়োগ সঠিক ভাবে করতেই নিয়মিত অভিযানের অংশ হিসেবে সড়কে বেআইনী বা অবৈধ মোটরসাইকেল আটক করা হচ্ছে।
ট্রফিক সার্জেন্ট মনির হোসেন বলেন, ‘সড়কে শৃংখলা ফেরাতে অভিযান পরিচালিত হচ্ছে। অনেক দিন ধরে বিভিন্ন ভাবে জনসাধারণকে সচেতন করা হয়েছে। এখন থেকে এ অভিযান অব্যহত থাকবে।’