বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

নড়াইলে সুলতান মেলা উদ্বোধন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি::

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে ১২দিনব্যাপী ‘সুলতান মেলা’ ১৬ জানুয়ারি বিকেলে উদ্বোধন করা হবে।

এ উপলক্ষে আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মেলা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। নড়াইলের সুলতান মঞ্চে এ মেলা উদ্বোধন করা হবে। এবারের মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সাংবাদিক সুলতান মাহমুদসহ গণমাধ্যমকর্মীরা।

মেলায় বিভিন্ন গ্রামীণ খেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। এদিকে মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য একজন চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করা হবে। তবে এ বছর সুলতান পদক কে পাবেন, তা এখনও নির্ধারণ হয়নি।

এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com