বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

নড়াইলে মায়ের পরকিয়ায় অসহায় শিশু!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের ৪ বছরের শিশু আরিয়ান অঝরে কেদেই যাচ্ছে। তার বাবা সজল শেখ ঢাকা একটি কোম্পানীতে চাকুরী করেন। তিনি সেখানেই রয়েছেন। এদিকে তার স্ত্রী খাদিজা বেগমকে গত ১৫ জানুয়ারি ফুসলিয়ে নিয়ে পালিয়েছে প্রতিবেশি বখাটে যুবক সৈয়দ শাকিল। মা খাদিজাকে না পেয়ে মাঝে মাঝে কেঁদে উঠছে শিশু আরিয়ান। শিশুটির কান্না দেখে এলাকার মানুষেরা খুবই মনকষ্টে আছেন। তবে এ নিয়ে কোন ভাবনা নেই প্রতিবেশি বখাটে শাকিলের বাবা-মায়ের।

এদিকে ভুক্তভোগি পরিবারের অভিযোগ শিশু আরিয়ানের মাকে উদ্ধারে পুলিশের কোন কার্যকরি পদক্ষেপ নেই।

রোববার (২৯ জানুয়ারি) সরেজমিন পাচুড়িয়া গ্রামে গিয়ে দেখা যায় শিশু আরিয়ান মনমরা অবস্থায় অন্য শিশুদের সাথে খেলছে। শিশু আরিয়ানের দাদি বিউটি পারভিন ও প্রতিবেশিরা আরোও জানান, এলাকার লোকজন বখাটে শাকিলের পরিবারের কাছে গিয়ে শিশু আরিয়ানের কথা বিবেচনা করে তার মা খাদিজাকে ফেরত এনে দেয়ার জন্য অনুরোধ করলেও তারা কর্ণপাত করছেন না। আরিয়ানের দাদি আরো জানান, শিশু আরিয়ান প্রতিদিন সন্ধ্যা হলে মায়ের জন্য কান্না শুরু করে, অনেক রাত পর্যন্ত কান্নাকাটি করে ক্লান্ত হয়ে একপর্যায়ে ঘুমিয়ে যায়। এ ঘটনায় বিউটি বেগম লোহাগড়া থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন কার্যকর পদক্ষেপ নেয়নি বলে জানান ভুক্তভোগি পরিবারটি। শাকিলের বাড়িতে গেলে তার বাবা-মা কাউকেই পাওয়া যায়নি। তবে প্রতিবেশিদের কেউ কেউ বলেন আরিয়ানের মা খাদিজা বেগমের চরিত্র মোটেও ভালো নয়। তাকে কেউ ফুসলিয়ে নেয়নি। সে স্বেচ্ছায় গেছে।

লোহাগড়া থানার এসআই শুকুর বলেন, খাদিজা বেগমকে উদ্ধারের জন্য একাধিকবার উভয় পরিবারের সাথে কথা বলেছেন। তারা ঢাকা আছে। তাদের উদ্ধারে তৎপরতা অব্যহত রয়েছে। তবে বিউটি বেগমের দাবি, নিয়মিত মামলা রেকর্ড করে আসামীদের গ্রেফতার করলে তিনি ছেলের বউকে ফিরে পেতেন। এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com