মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
নড়াইল প্রতিনিধি:: নড়াইলে পালিত হল বিশ্ব দুগ্ধ দিবস। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রানী সম্পদ বিভাগের আয়োজনে কর্মসুচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সপ্তহব্যাপী ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও মেডিকেল ক্যাম্প, টি শার্ট, শিশু খাদ্য হিসাবে তরল প্যাকেট দুধ বিতরণ, রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা, সমাপনী, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে একটি র্যালী জেলা প্রানী সম্পদ কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রানীসম্পদ কার্যালযের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু তালেব এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলে উপ-পরিচালক দীপক কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুল আলম, পুলিশ পরিদর্শক মোঃ মফিজুর রহমান শেখ, সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ জিল্লুর রহামান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, খামারীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।