মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

নড়াইলে ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইল প্রতিনিধি:: নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

রোববার (১৪ মে) বেলা ১১টায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আকরাম হোসেন এ রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মোঃ ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল খাঁন, আশিকুর রহমান, ফসিয়ার মোল্যা।

রায়ের সময় ৩ জন আসামী আদালতে উপস্থিত ছিলেন। বাকী ২জনের মধ্যে আশিকুর রহমান পলাতক ও ফসিয়ার রহমান মারা গেছেন। মামলা নং- এস সি ২০৮/১১।

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১০ সালের ১০ এপ্রিল সকাল সাড়ে ৭টার সময় সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী জমিতে পানি দেওয়ার জন্য ডিজেল কিনতে গেলে টাকিমার স্ল্ইুচগেটের পাশে আসামীরা ওত পেতে থেকে তকে কুপিয়ে হত্যা করে। পরে ভিকটিমের ভাই জলিল ফারাজি বাদি হয়ে ২৬জনকে আসামী করে কালিয়া থানায় মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ তৈয়েব আলী ৬/১০/২০১০ইং তারিখে আদালতে চার্জসিট দাখিল করলে আদালত ৩০/১০/২০১০ইং তারিখে মামলার চার্জ গঠন করে। রাষ্ট্রপক্ষ ১৫ জনের স্বাক্ষ্য গ্রহন করে। বিচারক এ মামলায় ৫জনকে অভিযুক্ত করে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা ও অন্যান্য আসামীদের বেকসুর খালাস দিয়ে এ রায় প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com