বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
নড়াইল প্রতিনিধি:: নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গ্রহন শেষে সভাপতি পদে শেখ শাহীনুর রহমান (দোয়াত কলম) এবং সাধারণ সম্পাদক পদে তৃতীয় বারের মত আনিসুর রহমান (আনারস প্রতিকে) বিজয়ী হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে মো. ফারুক হোসেন (গোলাপ ফুল) নির্বাচিত হয়েছে। সাবরেজিষ্ট্রি অফিসের পুরাতন ভবনে রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্টিত হয়। ২৩৪ জন ভোটারের মধ্যে ২৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি সৈয়দ মুস্তাক আলী ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।