বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

নড়াইলে আনসার আল ইসলামের নেতা গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা মো. রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সদস্যরা। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে জেলা সদরের তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওরিয়া ইউনিয়নের তালতলা ৬নং ওয়ার্ডের মো. রবিউল শেখ রবির ছেলে।

সোমবার রাতে র‌্যাব-৬ খুলনা সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে নড়াইল জেলার সদর থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা মো. রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি র‌্যাবের কাছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com