বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
নড়াইল প্রতিনিধি::
নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামে অসুস্থ গাভী জবাই করে মাংস বিক্রির চেষ্টাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কসাইসহ সংশিষ্টরা পালিয়ে গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ওই গ্রামের আবু বক্কারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জনসাধারণের মাঝে বিক্রির জন্য মঙ্গলবার দুপুরে অসুুস্থ ওই গাভীটি জবাই করা হয়। প্রায় তিনমাস আগে বাচ্চা দেয়ার পর গাভীটি অসুস্থ হয়ে পড়ে। এ খবর পেয়ে লোহাগড়া থানার নবাগত ওসি সৈয়দ আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জবাইকৃত গাভী ফেলে কসাইসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। এরা হলো-পাশ্ববর্তী পদ্মবিলা গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে কসাই দেলবার (৩৫) ও নিরু ঠাকুরের ছেলে কসাই হিমায়েত ঠাকুর (৫০)।
এ সময় কসাইদের সহযোগী জান্নাত মোল্যাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, এড়েন্দা গ্রামের আলহাজ্ব আবু বক্কারের কাছ থেকে গাভীটি কেনা হয়েছে। স্থানীয়রা জানান, অসুস্থ গাভীটি মাত্র ১২ হাজার টাকায় কিনেছেন কসাইদাররা। এছাড়া তারা প্রায়ই অসুস্থ গাভী কিনে এড়েন্দা হাটসহ আশেপাশে জবাই করে মাংস বিক্রি করে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এদিকে, লোহাগড়া থানার ওসির উপস্থিতিতে আবু বক্কারের বাড়ির পাশে জবাইকৃত গাভীর মাথা, চামড়াসহ মাংস মাটিতে পুতে ফেলা হয়।