বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

নৌকায় ভোট চেয়ে ভিডিও ভাইরাল, সেই বিএনপি নেতা গ্রেপ্তার

নৌকায় ভোট চেয়ে ভিডিও ভাইরাল, সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে নৌকায় ভোট চাওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে সাবেক বিএনপি নেতা আলমগীর বসুনীয়া (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার থেতরাই বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও দলীয় সুত্রে জানা গেছে, আলমগীর বসুনীয়া থেতরাই ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক থাকাকালীন ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আব্দুল জলিলের নৌকা মার্কার নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহন করেন। তিনি বিভিন্ন উঠান বৈঠক ও পথসভায় নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য বক্তব্য প্রদান করেন। এছাড়াও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩(উলিপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার নৌকা মার্কার প্রচার-প্রচারণা ও ভোটকেন্দ্রে আওয়ামী লীগের দায়িত্ব পালন করেন আলমগীর বসুনীয়া। চলতি বছরের ২৬ মে থেতরাই ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে সদস্য সচিব পদে নাম আসে আলমগীর বসুনীয়ার। কমিটি ঘোষনার পর থেকেই জনমনে শুরু হয় তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া। সোস্যাল মিডিয়ায় (ফেসবুকে) ভাইরাল হয় আলমগীর বসুনীয়ার নৌকায় ভোট চেয়ে বিজয়ী করার ভিডিও ক্লিপ। এরপর গত ১ জুন উপজেলা বিএনপি’র আহবায়ক তারিক আবুল আলা স্বাক্ষরিত এক পত্রে আওয়ামী লীগের নির্বাচনী মিটিংয়ে অংশ গ্রহন করে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য বক্তব্য দিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে আলমগীর বসুনীয়ার সদস্য সচিবের পদ স্থগিত ঘোষনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থেতরাই ইউনিয়নে অভিযান পরিচালনা করে পুলিশ। বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে থেতরাই বাজার থেকে আলমগীর বসুনীয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে বুধবার (১৮ জুন) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com