শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

নেপালে ‘জেন জি আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ১৪

ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: নেপালে চলমান ‘জেন জি আন্দোলন’-এ পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে।

নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস এবং কাঠমান্ডু পোস্ট-এর তথ্য অনুযায়ী, আহত হয়েছেন শতাধিক বিক্ষোভকারী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মী। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে ন্যাশনাল ট্রমা সেন্টারে, ৩ জন সিভিল হাসপাতালে, ৩ জন এভারেস্ট হাসপাতালে, ১ জন কাঠমান্ডু মেডিকেল কলেজে এবং ১ জন ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ও আহতদের অনেকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ঘটনার পরপরই রাজধানীর নতুন বাণেশ্বর, সিংহদরবার, নরায়ণহিটি ও সংলগ্ন সংবেদনশীল এলাকায় কারফিউ জারি করেছে কাঠমান্ডু জেলা প্রশাসন। আন্দোলনের ঢেউ ইতিমধ্যে দেশের অন্যান্য বড় শহরে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, টিয়ারগ্যাস, রাবার বুলেট এবং আকাশে গুলি ছোঁড়ে। এই সহিংসতায়ই ঘটে প্রাণহানির ঘটনা।

‘জেন জি আন্দোলন’ মূলত তরুণ প্রজন্মের নেতৃত্বে পরিচালিত একটি নাগরিক আন্দোলন, যা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দাবিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আন্দোলনকারীরা সরকারের নীতিনির্ধারণ, কর্মসংস্থানের অভাব, দুর্নীতি ও মতপ্রকাশের স্বাধীনতার সংকোচনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com