বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
হৃদয় রায় সজীব, নেত্রকোণা প্রতিনিধি:: নেত্রকোণায় এমপিওভূক্তির দাবিতে ও প্রধানমন্ত্রীর সাক্ষাত পেতে একটি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
রবিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ২৫ বছরেও নেত্রকোণা সদর উপজেলার সাজিউড়া গ্রামে পল্লী উন্নয়ন সংস্থার অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়টির এমপিওভুক্তি হয়নি। এর আগেও বিদ্যালয়টির দুরাবস্থার কথা তুলে ধরতে প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য নানাভাবে চেষ্টা করে ব্যার্থ হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান, হালিমা খাতুন, নারায়ন চন্দ্র সরকারসহ অন্যরা।
বক্তারা বলেন, বিদ্যালয়টিতে বর্তমানে ১৬৪ জন শিক্ষার্থী ও ১৪ জন শিক্ষক রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে এলাকাবাসি, বিত্তশালীদের দান অনুদানে কোনমতে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এমপিওভুক্তি না হওয়াসহ কাংখিত অবকাঠামোগত উন্নয়নও হয়নি। এতে করে শিক্ষার্থীরা যেমন মানসম্মত লেখাপড়া থেকে বঞ্ছিত হচ্ছে তেমনি শিক্ষকেরাও অর্থিক সংকটে ভূগছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে দুরাবস্থার কথা তুলে ধরে বিদ্যালয়টির চলমান সংকট উত্তরণ চেয়েছেন বক্তারা।