শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনকে বিলম্বিত করতেই এ সরকার নানা অজুহাত তৈরী করেছে। তাঁদের লালিত গোষ্ঠিকে লেলিয়ে দিয়ে রাজপথে অস্থিরতা সৃষ্টি করছে। জনগণের আকাঙখা না বুঝলে ইউনুস সরকারের অবস্থাও শেখ হাসিনার মতো হবে।
শুক্রবার বিকেলে দোহারের দুবলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এ কথা বলেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা আশফাক বলেন, নির্বাচন না দিয়ে যদি শেখ হাসিনার মতো দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে এই জাতি যেভাবে হাসিনাকে বিতারিত করেছে আপনাদেরও সেই অবস্থা হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অর্ন্তবর্তী সরকারকে বিএনপি সহযোগীতা করে আসছে, এখনো করতে চাই। আপনাদের কাজ হচ্ছে নির্বাচন দেয়া, দ্রæত নির্বাচন দিন। গত ১৫ বছর এদেশের নতুন প্রজম্ম ভোটন দেয়নি। তাঁদের সে আশা পূরণ করুন। জাতি মনে রাখবে।
এসময় খন্দকার আশফাক বলেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান। যার জন্ম না হলে স্বাধীনতার ঘোষণা হতো না। এদেশ কোনদিন স্বাধীনতা পেতো না। তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর জন্য দোয়া করি আল্লাহ তাঁকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক। উপজেলার পালামগঞ্জ, দুবলি বাজার, বানাঘাটা, চান্দের বাজার, সুতারপাড়া ও জয়পাড়া এলাকায় দিনব্যাপি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, দোহার পৌরসভা বিএবপির সভাপতি এসএম আ. কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক হারুন আহমেদ, ঢাকা জেলা যুবদলের জেষ্ঠ্য সহ-সভাপতি আবুল হাশেম বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।r