শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরির্দশন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন।

এর আগে তিনি সকাল ১১টায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী এলাকায় বিসিক কেমিক্যাল শিল্পপার্ক চলমান কাজের পরির্দশনে আসেন। এসময় শিল্পপার্কের ভ্যাকসিন প্রকল্প ও ফার্মাসিউটিক্যাল স্থাপনের প্রস্তাবিত স্থান ঘুরে দেখেন। পরে কাছাকাছি থাকা নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে পরিদর্শনে যান।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম অনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে হাসাপাতালে আগমন করেন। তাঁর আগমনে উপজেলা প্রশাসন ও চিকিৎসকরা ফুলেল শুভেচ্ছা জানান। এরপর উপদেষ্টা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সবাইকে নিয়ে মতবিনিময় করেন। এসময় তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যার বিষয়ে কথা শুনেন। পরে তিনি হাসপাতালের বর্তমান চিকিৎসা পরিস্থিতির জন্য সন্তোষ প্রকাশ করে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

স্বাস্থ্য উপদেষ্টা সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নিত করার প্রক্রিয়া চলমান আছে। এছাড়া চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স নিয়োগ বাড়াতে সরকার কাজ করছে। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, প্রান্তিক জনগোষ্টির স্বাস্থ্য সেবায় মনোযোগী সবাইকে দায়িত্ব পালন করতে হবে। গ্রামের সাধারণ মানুষ যেন সেবা বঞ্চিত না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যের ঢাকা বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জের সিভিল সার্জন একেএম ওবায়দুল্লাহ, নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলরুবা ইসলাম, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন, আবাসিক কর্মকর্তা শাসসুল ইসলাম খান, দোহার সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com