রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

নবাবগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

নবাবগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক,  নবাবগঞ্জঃ ঢাকার নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার কাজী সোহেলকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে নবাবগঞ্জ-দোহার এবং ঢাকা জেলার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে তাঁরা এ মানববন্ধন করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী সাংবাদিকরা সোহেলকে হত্যার হুমকি প্রদানকারী নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ দেওয়ানকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। পরে সাংবাদিক প্রতিনিধিরা নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), দোহার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র কাছে স্মারকলিপি প্রদান করেন।

নবাবগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে স্মারকলিপি প্রদান

এদিকে, নবাবগঞ্জ ইউএনও দিলরুবা ইসলাম সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

প্রসঙ্গত, গত ২ আগস্ট রাতে অভিযুক্ত আ.লীগ নেতা সুরুজ দেওয়ানের বিরুদ্ধে একটি জাল দলিলের তথ্য উদঘাটন করাতে সাংবাদিক কাজী সোহেলকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয় সুরুজ দেওয়ান। এসময় ওসি ও ডিসিকে নিয়েও কটুক্তি করেন সুরুজ দেওয়ান। এঘটনা কাজী সোহেল নবাবগঞ্জ থানায় সুরুজ দেওয়ানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com