মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃংখলা সভা ও বরাদ্দপত্র বিতরণ

নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃংখলা সভা ও বরাদ্দপত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মণ্ডপ সমূহের নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা হয়েছে। সোমবার (২২সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় পূজা মন্ডপের অনুদানের বরাদ্দপত্র বিতরণ করা হয়।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় প্রসাশনের দায়িত্ব ও পূজারীদের করনীয় সম্পর্কে পারস্পরিক মতবিনিময় করা হয়।

এসময় বক্তারা বলেন, উপজেলার ১৪টি ইউনিয়নে ১৯৮টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সার্বিক আইনশৃংখলা রক্ষায় আনসার পুলিশ র্যাইব ও সেনাবাহিনীর টহল অব্যাহত থাকবে। এছাড়া মন্দির ভিত্তিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমন্বয় করে স্বেচ্ছাসেবক হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অশালীন আচরন বা কার্যকলাপ হলে প্রশাসন তা কঠোর হাতে দমন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন তাসলিম আল তাজোয়ার, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, গণসংহতি আন্দোলনের মিজানুর রহমান মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কমল কান্তি দাস, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, সকল পূজামন্ডপের সভাপতি সম্পাদক, ইউপি চেয়ারম্যানগণ প্রমুখ।

সভা শেষে উপজেলার ১৯৮টি পূজামণ্ডপে সরকারি অনুদানের ৫শ’ কেজি করে চালের বরাদ্দপত্র পূজারীদের মাঝে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com