রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জঃ ঢাকার নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তররের স্টাফ রিপোর্টার কাজী সোহেলকে প্রাণনাশের হুমকি দিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুরুজ দেওয়ান।
শনিবার ২ আগস্ট রাতে উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ দেওয়ান মুঠোফোনে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় রবিবার সুরুজের নামে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাংবাদিক কাজী সোহেল উপজেলার গোবিন্দপুর গ্রামের ভুলু কাজীর ছেলে। তিনি দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টর ও সাবেক প্রথম আলোর সাংবাদিক এবং নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক কাজী সোহেলের সাথে সুরুজের পূর্বের বিরোধ ছিল। সে জেরে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে স্বেচ্ছাসেবকলীগ নেতা সুরুজ তার ব্যবহৃত মোবাইল থেকে সোহেলকে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া সুরুজ কাজী সোহেলের ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন।
নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ নবাবগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দ্রুত তারা সুরুজকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনরাও এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। বর্তমান সময়েও স্বেচ্ছাসেবক লীগের নেতার এমন দাম্ভিকতায় হতাশা প্রকাশ করেন তারা। এবিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, হুমকির ঘটনায় থানায় জিড়ি হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে হুমকির কল রেকড শুনে ওসি বলেন, এ সরকারের আমলে ঐ আওয়ামী লীগ নেতার যে দাপট! তাতে বুঝা যায় আওয়ামী লীগ সরকারের আমলে সে সকল অপকর্মই করেছে এবং মানুষকে এভাবে হুমকি ধুমািক দিয়েছেন।