শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

নবাবগঞ্জে মোখলছে হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,নবাবগঞ্জ ঢাকাঃ ঢাকার নবাবগঞ্জে বহুল আলোচিত মোখলেছুর রহমান হত্যা মামলার প্রধান আসামী মো. কয়েজ (৩০)’কে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। রাজধানীর লালবাগ থানার পলাশী মোড় এলাকায় বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে শুক্রবার (১২ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেনে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০। গ্রেপ্তারকৃত কয়েজ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

র‌্যাব ও পুলিশ সূ্ত্রে জানায়, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রাত ৯টায় নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা এলাকায় মোটরসাইকেল নিয়ে বিয়ে বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মোসলেম উদ্দিন পায়েল ও জামাল এর মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় মোখলেছুর রহমান দু’পক্ষকে সমঝোতায় আনার চেষ্টা করেন। ওই ঘটনার জেরে ১১ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে জামাল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে মোখলেছুর রহমানের ওপর হামলা চালায়।

এলোপাথাড়ি আঘাতের ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান মোখলেছুর। এই নৃশংস ঘটনায় এলাকায় চরম উত্তেজনা তৈরী হয়। পরদিন নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর হতেই আসামীরা সব পলাতক থাকে। পরে ওই মামলার আসামীদের গ্রেপ্তারে ভিকটিম পক্ষ র‌্যাবেন সহায়তা চায়। র‌্যাবের অভিযানে ঢাকার পলাশী মোড় থেকে প্রধান আসামী কয়েজকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশও এ মামলার আসামীদের গ্রেপ্তারে চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com