শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দোয়ার আয়োজন করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল।
ছাত্রদেলের ঢাকা জেলা জেষ্ঠ্য সহসভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসন (দোহার নবাবগঞ্জ) ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হাসান লিটু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মহসিন উদ্দিন পলাশ, মহসিন রহমান আকবর, ঢাকা জেলা যুবদলের জেষ্ঠ্য সহসভাপতি অঅবুল হাশেম বেপারী, ডা. মোহাম্মদ হোসেন, বিএনপি নেতা মশিউর রহমান ফারুক, আব্দুস সবুর পিলু, জাহাঙ্গীর আলম জুয়েল, মোজাহিদ খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব, সুমন খান, তানজিদ আহমেদ মুন্না, নারী নেত্রী বিলকিস চৌধুরীসহ বিএনপি, ছাত্রদল,যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া শেষে নবাবগঞ্জ উপজেলায় শোক বইয়ে স্বাক্ষর উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এ ছাড়া দোহার ও নবাবগঞ্জ উপজেলার মসজিদ ও মাদ্রাসাগুলোতে জুমার নামাজ শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়াও মোনাজাত করা হয়।

স্মরণসভায় নেতৃবৃন্দ বলেন, বেগম জিয়া ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের সাহসীযোদ্ধা। রাজনীতিতে আপোষহীন থেকে মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। তাঁর মৃত্যুতে দেশে এক রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। বিএনপির সকল পর্যায়ে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুন্দর সমাজ গঠনে কাজ করতে হবে। খালেদা জিয়ার শুন্যতাকে কাজে লাগিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে । কাউকে সে সুযোগ দেয়া হবে না। জিয়াউর রহমান ও বেগম জিয়ার আদর্শকে কাজে লাগিয়ে পাড়ামহল্লায় বিএনপিকে সুসংগঠিত করতে হবে।

অনুষ্ঠানে আবু আশফাক বলেন, স্বাধীনতা ও স্বার্বভৗমত্বকে রক্ষায় সর্তক হয়ে রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা জরুরী। তা না হলে কৌশলী মহল এটাকে সুযোগ হিসেবে নিতে পারে।