রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দিপ্তী’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব শিক্ষক দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়। পরে আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভা করে। এতে সভাপতিত্ব করেন ইউএনও দিলরুবা ইসলাম। উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষক এতে অংশ নেয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব শিক্ষক দিবস তাঁদের সম্মান ও মর্যাদা ধরে রাখার প্রয়াস যুগাবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। পেশাগতভাবে তারা নিজেরাই আজ অনেকটা নৈতিকভাবে পিছিয়ে রয়েছে। মূলত রাজনৈতিক কারণে তাঁদের মধ্যে বিভাজন তৈরী হয়েছে। আর্দশ সম্মান ও মানবিকবোধ জাগ্রত করে তাঁদের এ পেশার সম্মানকে অটুট রাখতে হবে। এসময় তারা আগামী দিনের শিক্ষার নির্মল পরিবেশ গড়ে প্রতিটি প্রতিষ্ঠানকে আর্দশিক করে গড়ে তোলার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, মাধ্যামিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, জেষ্ঠ্য শিক্ষক মো. আকতার হোসেন, মো. রইস উদ্দিন মিলন প্রমুখ। সভায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাসহ সুধীজন অংশ নেয়।