মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

 নবাবগঞ্জে দুই ভুয়া মেজর গ্রেপ্তার

সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয়ে জমি সংক্রান্ত ঘটনায় প্রতারণার অভিযোগে ২ জনকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশ।

নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জঃ সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয়ে জমি সংক্রান্ত ঘটনায় প্রতারণার অভিযোগে ২ জনকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশ। সোমবার বিকেলে তাঁদেরকে নয়নশ্রী ইউনিয়নের চর তুইতাল থেকে আটক করা হয়। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে দুই প্রতারককে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সোমবার দুপুরে চর তুইতাল এলাকায় মো জুনায়েদ ও জসীম গংদের মধ্যে একটি জমির বিষয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এ খবর পেয়ে দোহার সেনা ক্যাম্পের ইনচার্জ নবাবগঞ্জ থানার ওসিকে জানায়। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাতে বলেন। ওই সময় ওসিকে আরো বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনালে পরিচয় দেয়া দুই লোক অবস্থান করছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে সেখানে অবস্থানরত দুই প্রতারকের কথাবার্তায় সন্দেহ হলে তাঁদেরকে আটক করে।

আটককৃতরা হলেন নয়নশ্রীর চরখলসী গ্রামের অরুন বাড়ৈর ছেলে ভুয়া মেজর অমিত বাড়ৈ (২২) এবং একই এলাকার মজর আলীর ছেলে ভুয়া ব্রিগেডিয়ার রাজিবুল রাজু (৪৫)। এ দুইজনের মোবাইলে সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি রয়েছে। তাঁরা কয়েকজনকে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠায় এ পরিচয়ে। পুলিশ তাদের কাছে সেই তথ্য প্রমাণও পেয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় নবাবগঞ্জ থানার এস আই অপূর্ব সাহা বাদী হয়ে একটি মামলা করে। সেই মামলায় অমিত ও রাজুকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, এরা দুইজন ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর পরিচয় দিয়ে বিভিন্ন সময় মানুষকে ফোন করে অর্থ আদায় করে আসছে বলে অভিযোগ আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com