বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:: “আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে গড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা সভাকক্ষে এ সভা করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে ইউএনও দিলরুবা ইসলাম এতে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, কন্যাশিশু পরিবারের আশির্বাদ। কন্যাকে সুরক্ষার সাথে লালন করুন। সুশিক্ষিত করে গড়ে তুলুন। আজকাল সমাজে ছেলেরা বাবা-মায়ের অবহেলার চিত্র দেখতে পাচ্ছে। মেয়েদের মানুষ করতে পারলে তারাও দায়িত্ব নিতে পারে। তাই কন্যা শিশুকে আর অবহেলা নয়, মানবসম্পদ হিসেবে গড়ে তুলি। তাঁদেরকে মেধা মননে দায়িত্বশীল করে গড়ে তুললে একদিন বাবা-মাসহ সমাজকে কাঁধে তুলে নিবে।

দিলরুবা ইসলাম বলেন, আজকের কন্যা শিশুই আগামীর নারী সম্পদে পরিণত হবে। দেশ ও বিদেশে নারীর সম্মান বয়ে আনবে। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আলোকিত সমাজ বিনির্মাণে কাজে লাগাতে হবে। কোন কন্যা শিশুই যাতে টাকার অভাবে শিক্ষা থেকে ঝড়ে না পড়ে সে বিষয়ে সবাইকে সজাগ থাকা দরকার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, সংবাদকর্মী শাহীনুর রহমান তুতি, মহিলা নেত্রী শাহিনুর আলম, নারী উন্নয়ন কর্মী জোসনা আক্তারসহ কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও দিলরুবা ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, মেডিকেল অফিসার ডাঃ হরগোবিন্দ সরকারসহ বিভিন্নজন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com