মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: আনন্দঘন পরিবেশে নবাবগঞ্জ উপজেলা আন:স্কুল বির্তক প্রতিযোগিতা শেষ হয়েছে। চূড়ান্ত পর্বের এ বির্তক প্রতিযোগিতায় উপজেলার হাসনাবাদ সেন্ট ইউফ্রেজিস স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ১০টি স্কুল অংশ নেয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় কলাকোপা কোকিল প্যারী স্কুল মিলনায়তনে এ বির্তক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা গ্র্যাজুয়েটস এসাসিয়েশনের সভাপতি ড. খন্দকার আবুল হোসেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি তাহমিনা আক্তার।
কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের ডেবিটিং ক্লাবের আয়োজনে দক্ষতাই বেকারত্বের মূল কারণ এ প্রতিপাদ্যের উপর বির্তক অনুষ্ঠিত হয়। প্রাথমিক পর্যায়ে ১০টি স্কুল অংশ নেয়। চূড়ান্ত পর্বের বির্তকে সেন্ট ইউফ্রেজিস স্কুল এন্ড কলেজ ও চুড়াইন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করেন। বিপক্ষ দল হিসেবে সেন্ট ইউফ্রেজিস স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার জিতে নেয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রেরণা ও প্রতিভার সঞ্চার করে। শিক্ষার পাশাপাশি ছেলে মেয়েরা নানা জ্ঞানে সমৃদ্ধ হয়। প্রতিটি বিদ্যালয়ে ডেবিটিং ক্লাবসহ খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা থাকা জরুরী। ডিজিটাল যুগে শুধু মোবাইল বা ডিবাইসে ডুবে না থেকে নানা বিষয়ে পারদর্শী হওয়া নতুন প্রজন্মকে দক্ষ ও উন্নত মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষকরা এ ক্ষেত্রে মানবিক ও দায়িত্বশীল হয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিতে পারে। অনুষ্ঠানের শেষে অতিথিরা বিজয় দল ও রার্নাস আপকে পুরস্কার তুলে দেয়।
প্রতিযোগিতার সঞ্চালক ও মডারেটর আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কেপির প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, রুনা লায়লা, আল মেরাজসহ অভিভাবক ও শিক্ষার্থীরা প্রমুখ।