মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ॥
সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড কার্যকর করা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং তাঁদের চাকরিচ্যুতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকার কাজ করছে। সম্প্রতি তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এসব কথা জানান।
রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক-পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকার সবসময় সচেষ্ট। নবম ওয়েজবোর্ড দ্রুত কার্যকর করতে এবং একটি যুগোপযোগী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উপদেষ্টা আরও বলেন, “সাংবাদিকদের চাইলেই যখন-তখন চাকরিচ্যুত করা রোধ করতে আমরা একটি কার্যকর উপায় খুঁজছি। যেসব গণমাধ্যম প্রতিষ্ঠান সাংবাদিকদের নিয়মিত বেতন দেয় না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়াও সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলোতে মালিকানা বা অন্য কোনো অংশীদারত্ব সুবিধা দেওয়ার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলে তিনি জানান।