বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

নড়াইলে ৪১ নারী পেলেন সেলাই মেশিন ও নগদ অর্থ

নড়াইল প্রতিনিধি ॥
সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ২০ দিনের দর্জি প্রশিক্ষণ শেষে নড়াইলের ৪১ জন অসহায় নারীকে সেলাই মেশিন ও জন প্রতি ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান এর সভাপতিত্বে অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।

বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় প্রশিক্ষণ শেষে উপকরণ ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে আরো অসহায় নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com