বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

নড়াইলে শুটকি মাছ শিল্পে ভাগ্য বদল

নড়াইল প্রতিনিধি:: কোন প্রকার কেমিক্যাল ছাড়াই শুটকি তৈরি করে নিজেদের ভাগ্য বদল করছেন নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের উত্যক্তা ভীম বিশ্বাস। তার এই শুটকি দেশের বিভিন্ন জেলায় ও বিদেশে রফতানি করে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। সারা বছর জুড়ে নিজের তৈরি এ শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি ও বিদেশে রফতানি হচ্ছে। এ ব্যবসায় ভীম বিশ্বাস অর্থনৈকিভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন। অপরদিকে, ভিম বিশ্বাস দেশের অর্থনীতি চাঙ্গা রাখার ক্ষেত্রে বেশ ভুমিকা রাখছেন।

সরোজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার মির্জাপুর এলাকায় দিগন্ত বিস্তৃত ফসলের মাঠের এক পাশে বিশাল মাঁচা তৈরী করে রোদে পুটিমাছ শুকানো হচ্ছে। ৬ জন শ্রমিক মাছ শুকানোর কাছে নিয়মিত কাজ করছেন। গ্রামের বিভিন্ন বাজার থেকে পুটিমাছ কিনে এনে রোদে শুকিয়ে শুটকি তৈরী করা হচ্ছে।

শুটকি শিল্প তৈরী কারক বা ব্যবসায়ী ভিম সেন বলেন, ‘কোন প্রকার ক্ষতিকারক কেমিক্যাল প্রয়োগ ছাড়াই এ শুঁটকি মাছ তৈরি করা হয়। যে কারণে বর্তমানে নিজ জেলার গন্ডি পার হয়ে এখন দেশে ও বিদেশে এ শুটকির ব্যাপক চাহিদা রয়েছে। সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটু মোল্যা বলেন, ‘ভিম বিশ্বাসের সম্ভাবনাময় শুঁটকি শিল্পের উন্নয়ন দেখে আশ পাশের গ্রাম গুলোতেও শুটকি তৈরীতে আগ্রহ দেখা দিচ্ছে।

এ বিষয় সদর উপ-জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, উপজেলায় শুটকি ব্যবসার প্রসার ঘটাতে জেলা মৎস্য অধিদফতর সকল প্রকার সহযোগিতা করছে, ভবিষ্যতেও করবে। সব কিছু মিলিয়ে নড়াইল শস্য ও মৎস্য ভান্ডার নামে খ্যাত। এ অঞ্চলের ফসলাদি ও মৎস্য সুষ্ঠু ও সুন্দর ভাবে সংরক্ষণ করতে পারলে দেশের অর্থনীতি ব্যাপক উন্নতি লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com