বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

নড়াইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি : নড়াইলে অটিস্টিক শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (২০ জানুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমি চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন-নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, সিকদার মতিয়ার রহমান পান্নুসহ অনেকে।

ক্রীড়া আনন্দ উৎসবে অংশগ্রহণকারী ৪৫ জন অটিস্টিক শিশুকে পুরস্কৃত করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় নড়াইল সদর উপজেলার অটিস্টিক শিশু শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com